Islamic Zone

islamic zone

আগামীকাল থেকে সব কাজ করব।  

1 min read
আগামীকাল

xr:d:DAF0xZsIG7I:11,j:5244851637448077340,t:23112106

যে কোন কাজ আগামীকাল থেকে  নয় বরং আজ থেকে কাজ করা বুদ্ধিমানের কাজ।

বিস্তারিত

আমরা যা কিছু করি না কেন সব কাজর মধ্যে ভাল ও খারাপ দুইটি দিক রয়েছে। তবে ভাল কাজ গুলো করলে আমাদের মধ্যে প্রশান্তি কাজ করে। কিন্তু খারাপ কাজ করলে এই প্রশান্তি কাজ করে না বরং মনের মধ্যে একটি অশান্তি কাজ করে। আর তখন আমাদের মধ্যে আপসোস কাজ করে এবং আমরা অনুশোচনা অনুভব হয়। তখন আমাদের নফস আমাদের ধোঁকা দেয়, আমাদের কে বুঝায় আগামীকাল থেকে আমরা ভাল হয়ে যাব এবং ভাল ভাল কাজ করব। নামাজ পড়ব, ন্যায় ও সৎ পথে চলব।  এবং একজন মুমিন তার নফসের ধোঁকায় পড়ে ভাবতে থাকে এখন নয় বরং কাল থেকে আমি আমার নেক আমল গুলো করব।

নফস বলে, কাজটি তো অবশ্য ভালো, তবে আজ নয়, আগামীকাল করো। মনে রাখবে, এটা নফসের ধোঁকা বৈ কিছু নয়। কারণ, কথিত ‘আগামি আর তোমার জীবনে আসবে না। তাই নেক কাজ করতে চাইলে এখনই করে নাও। কাল তোমার মনে এ নেক কাজের কথা নাও থাকতে পারে। থাকলেও সময়-সুযোগ নাও হতে পারে। তাই যা করার এখনই করে নাও।

কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-

وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ

নিজের পরওয়ারদেগারের মাগফেরাতের দিকে দ্রুত ধাবিত হও, বিলম্ব করো না এবং সেই জান্নাতের দিকে দৌড়াও, যার প্রশস্ততা সমস্ত আসমান ও যমীনের সমান।

আমরা আমাদের নফসের  ধোঁকায় পড়ে কত শত খারাপ কাজে লিপ্ত হয় এবং ছেড়ে দিই ছোট বড় নেক আমল। আমরা একবারও ভাবি না মৃত্যু আগামীকাল নয় বরং আমাদের খুব নিকটতম সময়ে হতে পারে।

যাই হোক, আমরা আমাদের নফস ও শয়তানের ধোঁকা হতে আল্লাহর নিকট পানাহা চাইব। এবং যতটা পারি ছোট বড় নেক আমলে মসগুল থাকার চেষ্টা করব।(ইংসাল্লাহ)

লেখক : মুহাম্মাদ শিহাব শেখ

উৎসাহীত : তাসাউফ ও আত্নশুদ্ধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.