আগুনে পুড়ে নিহত ব্যক্তি কি শহিদ?
1 min readআগুনে পুড়ে নিহত ব্যক্তি কি শহিদ?
দুনিয়াতে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে একটা সময় মহান আল্লাহর নিকট ফিরে যেতে হবে। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন তাকে কেউ আটকে রাখতে পারবে না এবং সময়ের এক মুহুর্ত আগেও কেউ তাকে মারতে পারবে না। কিন্তু কারও মৃত্যু যদি কোনো অনাকাঙ্খিত দূর্ঘটনা বা কোনো কঠিন রোগে হয় তাহলে আল্লাহ তা’আলা তাকে বিনিময়ে শহিদের মর্যাদা দিয়ে দেন।
প্রতি বছর দেখা যায় যে, দেশের বিভিন্ন জায়গায় আগুনে পুড়ে অনেক লোক মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে এরা কি শহিদের মর্যাদা পাবে? এই বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে নিচে আলোচনা করা হলো।
জাবের ইবনে আতিক (রা.) থেকে বর্ণিত, তিনি অসুস্থ পড়লে নবী করিম (সা.) তাকে দেখতে আসেন। জাবের (রা.) এর পরিবারের কেউ বলল, আমরা আশা করতাম যে, সে আল্লাহর রাস্তায় শহিদ হয়ে মৃত্যুবরণ করবে। তখন রাসুল (সা.) বলেন, তাহলে আমার উম্মতের শহিদের সংখ্যা তো খুব কম হয়ে যাবে। আল্লাহর পথে নিহত হলে শহিদ, মহামারিতে নিহত হলে শহিদ, যে নারী গর্ভাবস্থায় মারা যায় সে শহিদ, পানিতে ডুবে মারা গেলে শহিদ এবং আগুনে পুড়ে মৃত্যুবরণকারীও শহিদ। (ইবনে মাজাহ্ঃ ২৮০৩, নাসায়ীঃ ১৮৪৬, আবু দাউদঃ ৩১১১)
যেহেতু হাদিসের আলোকে এটা সুস্পষ্ট যে, আগুনে পুড়ে নিহত ব্যক্তিগণ শহিদের মর্যাদা পাবে তাহলে সেটাই গ্রহণযোগ্য।
অর্থাৎ আগুনে পুড়ে বা অন্য কোন দূর্ঘটণায় মৃত্যুবরণ করলে তার আত্নীয়-স্বজনদের উচিত রাসুল (সা.) এর এই সুসংবাদ জানার পর ধৈর্য ধারণ করা এবং মহান আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকা।
Your posts never fail to educate and inspire. This one was particularly impressive.