Islamic Zone

islamic zone

আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম।

1 min read
আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম।

আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম।

আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম।

মহান আল্লাহর বান্দা-বান্দীর কাছে দোয়ার গুরুত্ব অনেক বেশি। দোয়ার মাধ্যমে বান্দা-বান্দীর সাথে তার রবের কথোপকথন হয়। আল্লাহর থেকে কোনো কিছু পাওয়ার বড় মাধ্যম হলো দোয়া। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বান্দা-বান্দীর দোয়া কবুল হয় না। তাই তারা হতাশ হয়ে পড়ে। আল্লাহর দরবারে দোয়া করার কিছু নিয়ম বা পদ্ধতি রয়েছে এবং সেই অনুযায়ী দোয়া করলে তা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম বা পদ্ধতি সর্ম্পকে নিচে আলোচনা করা হলো।

১.আল্লাহর গুণবাচক নামের সাথে দোয়া করাঃ

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকবে। (সুরাঃ আরাফ, আয়াতঃ ১৮০)

২. দৃঢ়তার সাথে দোয়া করাঃ

রাসুল (সা.) বলেন, কবুলের দৃঢ় প্রত্যয় রেখে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। জেনে রাখো! উদাসীন ও অমনোযোগী মনের দোয়া আল্লাহ তা’আলা কবুল করেন না। (সুনানে তিরমিজি, হাদিসঃ ৩৪৭৯)

৩.দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুরা না করাঃ

প্রিয় রাসুল (সা.) বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয়, যতক্ষণ সে তাড়াহুরা না করে। যেমন সে বলল, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। (সুনানে তিরমিজি, হাদিসঃ ৩৩৮৭)

৪. আল্লাহর উপর আশা-ভরসা নিয়ে দোয়া করাঃ

রাসুল (সা.) বলেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন এভাবে বলা উচিত নয় যে, হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনার ইচ্ছা হয়। বরং বড় আকাঙ্খা পোষণ করবে। কেননা তিনি এমন এক সত্তা যে কোনো কিছুই দান করা তার পক্ষে কঠিন নয়। (মুসলিম, হাদিসঃ ৬৯৮৮)

৫. অশ্রুশিক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করাঃ

মহান আল্লাহ্ তা’আলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। (সুরাঃ আরাফ, আয়াতঃ ৫৫)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.