আল্লাহর নিকট ঘৃণিত ব্যক্তি ঝগড়াটে মানুষ।
1 min readআল্লাহর নিকট ঘৃণিত ব্যক্তি ঝগড়াটে মানুষ।
আল্লাহর নিকট ঘৃণিত ব্যক্তি ঝগড়াটে মানুষ।
ঝগড়াটে মানুষকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা ঝগড়া-বিবাদে লিপ্ত থাকে মহান আল্লাহর নিকট তারা ঘৃণিত। তাছাড়া আমাদের প্রিয় রাসুল (সা.) ও নিজে ঝগড়া-বিবাদ পছন্দ করতেন না।
ঝগড়াঝাটি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় কাজ। মুমিন কখনো ঝগড়াটে স্বভাবের হতে পারে না। আমাদের নবীজি (সাঃ) ঝগড়াঝাটি পছন্দ করতেন না।
হাদিসে এসেছে দুইজন মুসলিমের ঝগড়ার কারণে নবীজি (সাঃ) লাইলাতুল কদরের নির্দিষ্ট সময় ভুলে গেছেন। (বুখারি, হাদিসঃ ২০২৩)
তা ছাড়া ঝগড়া-বিবাদের অভ্যাস মানুষকে হিদায়েত থেকে বঞ্চিত করে। এ জন্য নবীজি (সোঃ) তাঁর উম্মতদের এ ব্যাপারে সর্তক করেন।
আবু উমামাহ (সাদি বিন আজলান) (রাঃ) থেকে বণিত, রাসুলুল্লাহ বলেছেন, আমার পরে হেদায়াত প্রাপ্ত লোক তখনই পথভ্রষ্ঠ হবে, যখন তারা ঝগড়া বিবাদে লিপ্ত হবে, অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন.
(অনুবাদ) বরং এরা তো এক বির্তককারী সম্প্রদায়ক। (সুরাঃ জুকরুফ, আয়াতঃ ৫৮), (ইবনে মাজাহ, হাদিসঃ ৪৮)
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাঃ) বলেছেন, আল্লাহর নিকট সেই লোক সবচেয়ে বেশি ঘৃণিত, যে অতি ঝগড়াটে। (বুখারি, হাদিসঃ ২৪৫৭) নাউযুবিল্লাহ।
মহান আল্লাহর কাছে ঘৃণিত হলে ইহকাল- পরকাল দুইটিই ব্যর্থ তাই আমাদের উচিত ঝগড়া থেকে নিজেকে নিরাপদে রাখা। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন।