আল্লাহর সস্তুষ্টি লাভের জন্য নিজেকে যাচাই করুন।
1 min readআল্লাহর সন্তুষ্টি
আল্লাহর সস্তুষ্টি লাভের জন্য নিজেকে যাচাই করুন।
আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমাদের সবার উচিত নিজেকে একবার হলেও যাচাই করে দেখা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? মহান আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদের প্রত্যেকের করণীয় কি? প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত আমাদের ব্যস্ত জীবনে আল্লাহ তাআলার হুকুম কতটুকু পালন করেছি তা যাচাই করে দেখা। নিজের মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে তা পরিত্যাগ করা এবং নিজেকে সংশোধন করা প্রয়োজন। মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করাই হলো আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রত্যেকের জীবন কিভাবে পরিচালনা করতে হবে তা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমাদের জীবনে পাঁচটি বিষয়ে অবস্থাটা কেমন তা প্রতিদিন একবার হলেও যাচাই করে দেখা।
বিষয়গুলো হলো-
১. আকিদা শুদ্ধ হওয়া
২.ইবাদত সঠিক ও যথাযথ হওয়া। যেমন- নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি।
৩. উপার্জন হালাল হওয়া।
৪.দৈনন্দিন চলাফেরা রাসুল (স) আদেশ-নিষেধ মেনে চলা ও তার হুকুমের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
৫.আখলাক সুন্দর হওয়া।
এই বিষয়গুলোর প্রতি যত্নশীল হলে জীবন সুন্দর হবে ও প্রকৃত মুসলিম হওয়া যাবে। তখন অন্তর আলোকিত হয়ে উঠবে পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। দুনিয়া ও আখেরাত হবে কল্যাণময়। তাই আসুন আমরা প্রতিদিন একবার হলেও নিজেকে যাচাই করি ও জীবনকে সুন্দরভাবে পরিচালনা করি।
লেখক: রাসেল আহমেদ