আল-কোরআনের দৃষ্টিতে সফল কারা ?
1 min readআল-কোরআনের দৃষ্টিতে সফল কারা
আল-কোরআনের দৃষ্টিতে সফল কারা ?
মানুষের জীবনে সফলতা ও ব্যর্থতা দুইটি রয়েছে। প্রকৃতপক্ষে আল-কোরআনের দৃষ্টিতে সফল কারা চলুন তাহলে আমরা তা জেনে নেই।
যারা ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসী ও মান্যকারীঃ
আল্লাহপাক ইরশাদ করেন, ‘যারা অদৃশ্য বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে । আর আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের ওপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অর্বতীর্ণ হয়েছে। আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম।’ (সুরা: বাকারা, আয়াত : ৩-৫)
যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেঃ
মহান আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহবান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভলো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফলকাম।’ (সুরা : আল ইমরান, আয়াত : ১০৪)
যারা মহান আল্লাহর পক্ষ থেকে হিদায়াতপ্রাপ্তঃ
আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘যারা নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আখিরাত সস্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত, আর তারাই যর্থাথ সফলকাম।’ (সুরা : লুকমান , আয়াত : ৪-৫)
যারা রাসূল (সা.)- এর আনুগত্য ও অনুসরণ করেঃ
পবিত্র কোরানে মহান আল্লাহ বলেন, “ সুতরাং যেসব লোক তার ওপর ঈমান এনেছে, তাঁর ওপর সাহচার্য অবলম্বন করেছে, তাঁকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার সঙ্গে অবতীর্ণ করা হয়েছে,শুধু তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অজর্ন করতে পেরেছে। : ( সুরা আরাফ, আয়াত : ১৫৭)
যারা অধিক পরিমানে নেক আমল করেঃ
যার নেক আমল পাল্লা ভারি হবে, তারাই সফলকাম । মহান আ্ল্লাহ বলেন , ‘ আর সেদিন যথার্থই ওজন হবে। অত:পর যাদের পাল্লা ভারি হবে, তারই সফলকাম হবে।’( সুরা : আরাফ,আয়াত : ০৮)
যারা জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেঃ
আল্লাহ তালা বলেন, কিন্তুু রাসুল এবং যে সব লোক ঈমান এনেছে , তাঁর সঙ্গে তারা যুদ্ধ করেছে নিজেদের জান ও মালের দ্বারা। তাদের জন্যই নির্ধারিত রয়েছে কল্যানসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনিত হয়েছে। (সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৮৮)
উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আল-কোরআনে আরও অনেক সফলতার কথা মহান আল্লাহ তা’আলা বলেছেন।