Islamic Zone

islamic zone

আশি লাখ মানুষের ওমরাহ পালন রমজানের প্রথমার্ধে।

1 min read
আশি লাখ মানুষের ওমরাহ পালন রমজানের প্রথমার্ধে।

আশি লাখ মানুষের ওমরাহ পালন রমজানের প্রথমার্ধে।

আশি লাখ মানুষের ওমরাহ পালন রমজানের প্রথমার্ধে।

প্রতি বছর রমজান মাসে বিশ্বের অনেক ধর্মপ্রাণ মুসলিমরা ওমরাহ পালন করে থাকেন। তাই পবিত্র রমজান মাস ওমরাহ মৌসুম হিসেবে বিবেচিত। পবিত্র এই রমজান মাসে মক্কা ও মদিনায় বিপুল পরিমান আন্তর্জাতিক পর্যটকদের আগমন ঘটে। চলতি রমজানের প্রথমার্ধে ৮০ (আশি) লাখ মানুষ ওমরাহ পালন করেছেন। সৌদির হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গত ২৫ মার্চ সৌদি গেজেটের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রমজানের শুরু থেকে গত ১৫ দিনে ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন মানুষ ওমরাহ পালন করতে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে এসেছে। এরই মধ্যে ৭২ লাখ ৫৯ হাজার ৫০৪ জন ওমরাহ সমপন্ন করেছেন। বর্তমান ৯ লাখ ৭৬ হাজার ১৭৬ জন ওমরাহ যাত্রী সৌদিতে অবস্থান করছেন। সৌদি আরবের মন্ত্রণালয়ের তথ্যমতে, স্থলপথে সবচেয়ে বেশিসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরবে এসেছেন। স্থলপথে ৯ লাখ ৮০ হাজার ৫৫৬ জন, আকাশ পথে ৭ লাখ ৯৮৩ জন এবং সমুদ্রপথে ৫৪ হাজার ১৪১ জন এসেছে।

রমজান মাসে পবিত্র মসজিদুল হারামে ভিড় নিয়ন্ত্রণে এবং স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন করতে বিধি-নিষেধ আরোপ করেছেন সৌদি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.