ইসরায়েলে বিক্ষোভ সমাবেশ।
1 min readইসরায়েলে বিক্ষোভ সমাবেশ।
গত রবিবার ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার ছয় মাস পূর্ণ হলো। টানা ছয় মাস ধরে ইসরায়েলি বাহিনীর ধ্বংসাত্নক হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইসরায়েলের নৃশংস হামলা আর খাদ্যাভাবে গাজায় তীব্র মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মৃত্যু আর ক্ষুধার জনপদে পরিণত হয়েছে গাজা। অন্যদিকে হামাসের হাত থেকে এখনো সব জিম্মিকে ফিরিয়ে আনতে পারেন নি নেতানিয়াহু সরকার। সব জিম্মিদেরকে ফিরিয়ে না আনতে পারার কারণে ব্যাপক চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু সরকার।
দক্ষিণ গাজার খান ইউনিসে অভিজান চালিয়ে জিম্মি ইলাদ কাতজিরের মরদেহ উদ্ধার করার পর স্থানীয় সময় গত শনিবার থেকে রাজধানী তেল-আবিবসহ অন্যান্য শহরে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জিম্মিদের মুক্তি দিতে হামাসের সঙ্গে চুক্তিতে উপনীত হতে নেতানিয়াহু সরকারকে চাপ দিচ্ছেন বিক্ষোভকারীরা।
তেল-আবিবের ডেমোক্রেসি স্কয়ারে অন্তত এক লাখ মানুষ বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, তেল আবিবে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখন্ডে হামাসের হামলার পর থেকে হামাস বাহিনীদের হাতে প্রায় ২৫০ জনের মতো জিম্মি হয়। গত নভেম্বরে সাময়িক যুদ্ধবিরতিতে ১০০ জনের বেশি উদ্ধার হয়। এখনো ১২৯ জন জিম্মির সন্ধান পায়নি ইসরায়েল। এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।