ইসলামের দৃষ্টিতে একজন মুমিনের জীবন। Best article
1 min readইসলামের দৃষ্টিতে একজন মুমিনের জীবন।
যারা তাওহিদ (একত্ববাদ), রিসালাত (নবী-রাসূলের আগমন) ও আখিরাতে (পরকাল) বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়।
ইসলামের দৃষ্টিতে একজন মুমিনের জীবন সর্ম্পকে নিচে তুলে ধরা হলোঃ
সবরকারীঃ
ইসলামের আলোকে একজন মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট হলো তারা অনেক বেশি ধৈর্যশীল ও তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে থাকে।
সরল ও ভদ্র হয়ঃ
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুল্লাহ (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতি হয়ে থাকে। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি ধোকাবাজ ও নিলর্জ হয়ে থাকে। (আবু দাউদ, হাদিসঃ ৪৭৯০)
উত্তম চরিত্রের অধিকারীঃ
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলাল্লাহ বলেছেন, ঈমানের দিক থেকে মুমিনদের মধ্যে সবচেয়ে পৃর্ণাঙ্গ ওই ব্যক্তি, যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। (আবু দাউদ, হাদিসঃ ৪৬৮২)
সবুজ বৃক্ষের মতোঃ
আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত, নবী কারীম (সাঃ)বলেছেন, মুমিনের উপমা হলো এমন একটি সবুজ বৃক্ষে মতো, যার পাতা ঝরে পড়ে না ও মলীনও হয় না। তখন কেউ বলল এটি ওমক ওমক গাছ। তখন আমি বলতে চেয়ে ছিলাম এটি খেজুর গাছ। তবে আমি অল্পবয়সী হওয়ায়, বড়দের সামনে বলতে সংকোচ বোধ করলাম, তখন নবী কারীম (সাঃ) বলে দিলেন যে, তা হলো খেজুর গাছ। অতঃপর ওমর (রা) বলেন, তুমি যদি এটি সবার সামনে বলতে, তবে তো এত এত ধন সম্পদ থেকেও আমার জন্য বেশি বেশি খুশির কারণ হতো। (সহীহ বুখারি, হাদিসঃ ৬১২২)
নরম চারা গাছের মতোঃ
আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, মুমিন ব্যক্তির দৃষ্টান্ত হলো, শস্যক্ষেতের নরম চারা গাছের মতো। যেকোন দিক থেকে বাতাস এলে বাতাস তাকে নুইয়ে দেয়। আবার যখন বাতাসের প্রবাহ বন্ধ হয় তখন তা সোজা হয়ে দাড়ায়। বালা মুসিবাত মুমিনকে নোয়াতে থাকে। আর পাপাচারি হলো শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়ানো গাছের মতো, যাকে আল্লাহ যখন ইচ্ছা তা ভেঙ্গে দেন। (সহীহ বুখারি, হাদিসঃ ৫৬৪৪)
সবাই তার কাছ থেকে নিরাপদ থাকেঃ
আনাস (রাঃ) থেকে বর্ণিত,রাসুলাল্লাহ বলেন, প্রকৃত মুমিন সে-ই, যার থেকে মানুষ (সব দিক থেকে) নিরাপদে থাকে , মুসলিম সেই, যার জিহ্বা ও হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে। (মুসনাদে আহমদ, হাদিসঃ ১৬৫৬১)
সুখ-দুঃখ সব কল্যাণকরঃ
সুয়াইব (রাঃ) থেকে বর্ণিত, রাসুল্লালাহ (সা.) বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর। সব কাজ তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এ বৈশিষ্ট লাভ করতে পারে না । তারা সুখ- দুঃখ দুইটি লাভ করলে শুকুর গুজার করে। আর অসচ্ছলতা বা দুঃখ- মুসিবতে আক্তান্ত হলে সবর করে, প্রত্যেকটায় তার জন্য কল্যাণকর। (সহিহ মুসলিম, হাদিসঃ ২৯৯৯)
মহৎ চিন্তার অধিকারীঃ
আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে মুমিন ব্যক্তি যুগপথ দুনিয়ার ব্যপারেও চিন্তা করে সে মহৎ চিন্তার অধিকারী। (ইবনে মাজাহ, হাদিসঃ ২১৪৩)