Islamic Zone

islamic zone

বিশ্বের সবচেয়ে উচু ও ঝুলন্ত নামাজের স্থান।

1 min read
বিশ্বের সবচেয়ে উচু ও ঝুলন্ত নামাজের স্থান।

বিশ্বের সবচেয়ে উচু ও ঝুলন্ত নামাজের স্থান।

বিশ্বের সবচেয়ে উচু ও ঝুলন্ত নামাজের স্থান।

বিশ্বের সবচেয়ে উঁচু ও ঝুলন্ত নামাজের স্থান।
বিশ্বের সবচেয়ে উঁচু ও ঝুলন্ত নামাজের স্থান।

উচু স্থান বলতে আমরা পাহাড় পর্বত কে ভেবে থাকি তবে এখন এই ধারনা পাল্টে গেছে। উচু থেকে উচ্চতর হচ্ছে দালান ( টাওয়ার) গুলো। বিশ্বের জরিপ অনুসারে এই বছর বিশ্বের সবচেয়ে উচু ও ঝুলন্ত নামাজের স্থান এর খোঁজ মিলেছে।

মক্কার একটি অভিজাত জাবাল ওমর মক্কা হোটেলে বিশ্বের সবচেয়ে উচু ও ঝুলন্ত নামাজের স্থান চালু করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৮৩ মিটার উচ্চতায় এই নামাজের স্থানটি অবস্থিত। এখানে প্রায় ৫২০ জন মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবে। গত ১৭ জানুয়ারী ২০২৪ তারিখে এক বিবৃতিতে এ তথ্য জানায় জাবালে ওমর নামে একটি হোটেল।

জানা যায়, আল-উনওয়ান জাবালে ওমর নামে হোটেলে বিশ্বের সবচেয়ে উচু ও ঝুলন্ত নামাজের স্থান আছে। এবং সেখানে প্রায় ৫২০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। বিশ্বের মধ্যে উচু নামাজের স্থান হিসেবে এটি গ্রিনেস বুকে ওয়াল্ড রেকর্ড করেছে। অভিনব এ নামাজের স্থানটির ওজন প্রায় ৬৫০ টন। আল-উনওয়ান জাবালে ওমর নামে হোটেলটির দুটি টাওয়ারের সংযোগকারী সেতুর ওপরে নামাজের স্থানটি অবস্থিত। এর মাধ্যমে হোটেলটির ৩৬,৩৭,৩৮ তলা সংযুক্ত করা হয়। নামাজের স্থানটি হোটেলের অভ্যন্তরীণ রাস্তার স্থান থেকে প্রায় ১৭৯ মিটার উচুতে অবস্থিত। স্থানটির দেয়ালে আছে দৃষ্টিনন্দন আরবি ক্যালিগ্রাফিতে আঁকা আল্লাহর গুণ বাচক নামসমূহ। নামাজের এ স্থানটি মুসল্লিদের কাছে খুবই প্রিয়। হজ ও ওমরাহ যাত্রীরা এখানে এসে বিভিন্নরকম ধর্মীয় অভিজ্ঞতা লাভ করে। এ স্থানটি হজ ও ওমরাহযাত্রীদের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি করে।

ফজরের নামাজে এখান থেকে মক্কানগরীর সূর্যদয়ের মনোরম দৃশ্য দেখা যায়। তাছাড়া সূর্যাস্তের পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গনের মনোমে দৃশ্য অবলোকন করা যায়। সিইও খালিদ আল আমুদি নামে এক ব্যক্তি বলেন, বিস্ময়কর স্কাই মুসাল্লা গ্রিনেস ওয়াল্ড রেকর্ড অর্জন করতে পেরে আমরা খুবই আনন্দিত।

মক্কা শহরে আগত পর্যটক ও মুসল্লিদের জন্য স্কাই মুসাল্লা একটি অনন্য দর্শনীয় স্থান হয়ে দাড়িয়েছে। মক্কা নগরীতে জাবাল ওমর হোটেলটি চালু হবার পর থেকে বিশেষ খ্যাতি অর্জন করেছে। জাবাল ওমর হোটেল মক্কার শুবাইকা নামক স্থানে অবস্থিত। ২০২৪ সালের প্রথম দিকে হোটেলটি চালু হয়। এবং এটি মক্কার জাবালে ওমর এলাকায় সবচেয়ে উচু ভবন ও সর্ববৃহৎ রির্সোট হিসেবে পরিচিত। ইমার হসপিটালিটি গ্রুপের হসপিটালিটি সেক্টরের পরিচালক মার্ক কিবরি জানান, স্কাই মুসাল্লার উদ্বোধন আমাদের গ্রুপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন। আল-উনওয়ান জাবালে ওমর হোটেলটিতে আছে বিলাসবহুল আবাসন, রেস্তোরাসহ নানা রকম অত্যাধুনিক সুযোগ সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.