উত্তম জীবন লাভের উপায়সমূহ।
1 min readউত্তম জীবন
উত্তম জীবন লাভের উপায়সমূহ।
দুনিয়াতে প্রতিটি মানুষ উত্তম জীবনের প্রত্যাশা করে। প্রতিটি মানুষই চাই সুখী জীবন যাপন করতে। দুনিয়াতে মানুষের এই প্রত্যাশাকে ইসলাম বাধা দেইনি বা নিরুৎসাহিত করেনি। বরং ইসলাম মানুষের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য উৎসাহিত করেছে। আর এই উত্তম জীবন লাভের জন্য শর্ত হিসেবে মহান আল্লাহ তা’আলা কুরআনে প্রধান দুইটি বিষয় উল্লেখ করেছেন। ১. ঈমান ২. ভালো কাজ।
মহান আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে বলেন, মুমিন পুরুষ ও নারীদের মধ্যে কেউ ভালো কাজ করলে আমি তাকে নিশ্চয় উত্তম জীবন দান করব এবং তাদেরকে তাদের কাজের জন্য উত্তম পুরুষ্কার দান করব। (সুরাঃ নাহল, আয়াতঃ ৯৭)
ঈমানঃ
ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। অথাৎ মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও ইসলামের সকল বিষয়গুলো মনেপ্রাণে বিশ্বাস এবং তা মেনে চলা হলো ঈমান।
এ প্রসঙ্গে মহান আল্লাহ তা’আলা বলেন, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ ও পরম আনন্দ। (সুরাঃ রাদ, আয়াতঃ ২৯)
অথ্যাৎ, সুখী জীবন লাভের জন্য ব্যক্তি জীবনে ঈমান আবশ্যক। কেননা ইসলামের মূল ভিত্তিগুলো ঈমানের উপর প্রতিষ্ঠিত।
ভালো কাজঃ
উত্তম জীবন লাভের দ্বিতীয় বিষয় হলো ভালো কাজ বা সৎ কাজ। মানুষ যখন ভালো কাজ করে তখন তার হৃদয় নরম হয় এবং তার অন্তর প্রশান্ত হয়। মানুষের ভালো কাজের মাধ্যমে সমাজ ও পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আর ভালো কাজের প্রতিফল হচ্ছে উত্তম জীবন। অন্যথায় খারাপ কাজের প্রতিফল হিসেবে রয়েছে শাস্তি।
মহান আল্লাহ তা’আলা বলেন, যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। (সুরাঃ মায়িদা, আয়াতঃ ৬৯)
মহান আল্লাহ তা’আলা আরও বলেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকট করবে না। তবে যারা ঈমান আনে ও ভালো কাজ করে, তারাই তাদের কর্মের বহুগুণ উত্তম প্রতিদান পাবে এবং তারা (জান্নাতের) সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। (সুরাঃ সাবা, আয়াতঃ ৩৭)
সুতরাং, ঈমান ও ভালো কাজের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতে উত্তম জীবন পাওয়া সম্ভব। অন্যথায় এর বিপরীতে ভোগ করতে হবে আল্লাহর দেওয়া প্রদত্ত শাস্তিসমূহ।