ওমরাহযাত্রীদের ভিসা নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা।
ওমরাহযাত্রীদের ভিসা নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা।
পবিত্র হজকে সামনে রেখে ও হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহযাত্রীদের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন সৌদি সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী ওমরাহযাত্রীদের ভিসা ইস্যু হওয়ার পর থেকে তিন মাস পর্যন্ত মেয়াদ থাকবে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছেন, মূলত বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা হজ যাত্রীদের ভ্রমণকে সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি আরবের গেজেট সূত্র হতে জানা যায় যে, হজ প্রস্তুতির শুরুর পূর্ব মুহূর্ত থেকে ওমরাহ বিষয়ে কয়েকটি নিয়ম পরিবর্তন করেছে সৌদি আরব। এর মধ্যে একটি হলো আগে সৌদি আরবে প্রবেশের পর থেকে ওমরাহ ভিসার মেয়াদ ছিল তিন মাস কিন্তু এখন ভিসা ইস্যু হওয়ার পর থেকে তিন মাস পর্যন্ত মেয়াদ ধরা হবে। তাছাড়া আগে ওমরাহ ভিসার মেয়াদ থাকত ২৯ জিলকদ পর্যন্ত তবে এখন তা পরিবর্তন করে ওমরাহ ভিসার মেয়াদ ১৫ জিলকদ পর্যন্ত করা হয়েছে।
চাঁদ দেখা অনুযায়ী আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে।