Islamic Zone

islamic zone

কবরস্থানে যে কাজগুলো নিষিদ্ধ।

1 min read
কবরস্থানে যে কাজগুলো নিষিদ্ধ।

কবরস্থানে যে কাজগুলো নিষিদ্ধ।

কবরস্থানে যে কাজগুলো নিষিদ্ধ।

ইসলামের কবরকে কেন্দ্র করে বেশ কিছু বিধি-নিষেধ রয়েছে। সে বিষয়ে নিচে আলোচনা করা হলোঃ-

কবর পাকা করা কবরের ওপর গৃহনির্মাণ করা নিষিদ্ধ:

জাবের (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) কবর পাকা করতে, কবরের ওপর বসতে ও কবরের ওপর গৃহনির্মাণ করতে নিষেধ করেছেন। (মুসলিম, হাদিসঃ ২১৩৫)

কবরস্থানে মলমূত্র ত্যাগ করা নিষিদ্ধঃ

কিছু লোকের অভ্যাস আছে কবরস্থানে পেশাব-পায়খানা করার। তাদের যখন পেশাব-পায়খানার প্রয়োজন হয় তখন তারা কবরস্থানে ঢুকে পড়ে এবং মল-মূত্রের নাপাকি ও গন্ধ দ্বারা মৃতদের কষ্ট দেয়।

এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কবরস্থানের মধ্যে মল-মূত্র ত্যাগ করা আর বাজারের মাঝখানে মল-মূত্র ত্যাগ করার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। (ইবনু মাজাহ, হাদিসঃ ১৫৬৭)

কবরের ওপর বসা যাবে নাঃ

 আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কারো জলন্ত অঙ্গারের ওপর বসে থাকা এবং তাতে তার কাপড় পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধীভূত হওয়া কবরের ওপর বসার চেয়ে উত্তম। (মুসলিম, হাদিসঃ ২১৩৮)

কবরে সিজদাহ করা ও কবরবাসীর কাছে কিছু চাওয়া নিষিদ্ধঃ

কবরে সিজদাহ করা ও কবরবাসীর কাছ থেকে কিছু চাওয়া একটি জঘন্যতম অপরাধ। এটি সম্পূর্ণ শিরক এর অন্তর্ভুক্ত।

রাসুল (সা.) বলেন, পুরো পৃথিবীই মসজিদ (সিজদাহ জায়গা, শুধুমাত্র কবরস্থান ও গোসলখানা ছাড়া। (তিরমিজিঃ ৩১৭)

কবর স্থানকে উৎসবের জায়গা বানানোঃ

রাসুল (সা.) বলেছেন, তোমরা তোমাদের ঘড়গলোকে কবর বানিয়ো না এবং কবরগুলোকে উৎসবের জায়গা বানিয়ো না। (আবু দাউদ, হাদিসঃ ২০৪২)

কবরের পাশে বা মাঝারে পশু জবাই করা নিষিদ্ধঃ

রাসুল (সা.) বলেছেন, ইসলামে কবরের পাশে কোনো জবাই নেই। জাহেলী যুগের লোকেরা কবরের পাশে গাভী বা ছাগল জবাই করত। (আবু দাউদঃ ৩২২২)

কবরস্থানে আরো যা করা নিষিদ্ধঃ

কবরের উপর পা দিয়ে মাড়ানো,কবরে বাতি জালানো, কবরমুখী হয়ে সালাত আদায় করা, কবরবাসীর কাছে কিছু কামনা করা, সিজদা করা, তার অসিলায় মুক্তি প্রার্থনা করা, সেখানে মানত করা, গরু- ছাগল, মোরগ ইত্যাদি দেওয়া শিরকের অন্তর্ভুক্ত। তাই কোনো কবরকে ঘিরে এমন কাজ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.