কোনো ভালো কাজই ছোট নয়।
1 min readকোনো ভালো কাজই ছোট নয়।
ভালো কাজ বলতে আমরা বুঝি যে কাজ ভালো ও উত্তম। যে কাজের দ্বারা অন্যের উপকার ছাড়া ক্ষতি সাধন হয় না, মূলত এই কাজ গুলোকে ভালো কাজ বলে অভিহিত করা হয়। আর দুনিয়াতে কোনো ভালো কাজই ছোট নয়।
রাসুলুল্লাহ (সা) বলেন, প্রতিটি ভালো কাজই মানতুল্য। (সহিহ বুখারি)
কেননা ছোট-বড় সব নেক আমলই পরকালে মুমিনের পাথেয় হবে।
প্রিয় আলেমরা বলেন, কোনো ভালো কাজই ছোট না যেমন কোনো পাপ কাজ ছোট নয়। কেননা আল্লাহ পরকালে পাপ-পুণ্যের পূর্ণাঙ্গ হিসাব নেবেন। আল্লাহ এ বিষয়ে সতর্ক করে বলেন, কেউ সামান্য পরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে, আর কেউ অণু পরিমাণ অসৎ কাজ করলে সে তা-ও দেখবে।
হাদিসের শিক্ষা হিসেবে ভালো কাজের প্রতি সুধারণা সর্ম্পকে নিম্নে কিছু বিষয়গুলো উল্লেখ করা হলোঃ
১. ভালো কাজে অগ্রগামী হওয়া এবং তাতে বিলম্ব না করা।
২. কোনো পুণ্যের কাজকে ছোট করে না দেখা।
৩. ভালো কথা ও কাজ উভয়টি ‘মারুফ’- এর অন্তর্ভুক্ত। তাই কাজের মতো কথা ও আচরণ সুন্দর করা।
৪. আল্লাহ ধনীদের মতো, দরিদ্র ব্যক্তিদেরও ভালো কাজের বহু পথ বলে দিয়েছেন। তাই সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করবে।
৫. ভালো কাজ জীবনকে সুন্দর ও প্রাচুর্যময় করে তাই বেশি বেশি পুণ্যের কাজ করতে হবে।
মহান আল্লাহ তা’য়ালা সবাইকে ভালো কাজে মনোযোগী হওয়ার তাওফিক দান করুন। আমিন।