গোপন পাপ কাজ থেকে বাঁচার উপায়সমূহ।
1 min readগোপন পাপ কাজ থেকে বাঁচার উপায়সমূহ।
মহান আল্লাহ তা’আলার অনেক বান্দা-বান্দী আছেন যারা গোপনে পাপ কাজে লিপ্ত হয়ে থাকে। প্রকাশ্যে পাপ কাজ বা গোপনে পাপ কাজ দুইটাই সর্বাস্থায় পরিত্যাজ্য আবশ্যক।
মহান আল্লাহ তা’আলা কুরআনে ইরশাদ করেন, তোমরা প্রকাশ্য ও গোপন পাপ কাজ বর্জন করো, যারা পাপ করে, অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। (সুরা: আনআম, আয়াত: ১২০)
গোপনে পাপ কাজসমূহ বান্দার আমলগুলো ধ্বংস করে ফেলে। সুতরাং গোপনে পাপ কাজ থেকে বাঁচার উপায়সমূহ নিচে আলোচনা করা হলো।
১. আল্লাহর উপস্থিতির কথা চিন্তা করাঃ
সর্বাবস্থায় আল্লাহর উপস্থিতির কথা চিন্তা করা। তিনি আমাকে সর্বদা দেখছেন এবং এ ব্যাপারে আল্লাহকে ভয় করা। এ প্রসঙ্গে কুরআনে আল্লাহ তা’আলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। (সুরাঃ নিসা, আয়াতঃ ০১)
২. আল্লাহর কাছে দোয়া করাঃ
গোপন পাপ কাজ থেকে নিজেকে রক্ষার জন্য বেশি বেশি কান্না-কাটি করে আল্লাহর কাছে দোয়া করা। তিনি যেন তার অবাধ্যতা ও সব ধরনের পাপ কাজ থেকে রক্ষা করেন।
৩. সর্বাবস্থায় আল্লাহর দেওয়া শাস্তি ও পুরস্কারের কথা চিন্তা করাঃ
আল্লাহর পক্ষ হতে প্রদত্ত শাস্তি ও পুরস্কারসমূহের চিন্তা-ভাবনা বান্দা-বান্দীকে তার পাপ কাজ হতে বিরত রাখে। সুতরাং বেশি বেশি করে আল্লাহর দেওয়া শাস্তি ও পুরস্কারের কথা চিন্তা করা।
৪. মনের কুমন্ত্রণা দূর করাঃ
মনের কুমন্ত্রণা দূর করা এবং আল্লাহর আনুগত্যের ও ইবাদতের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা।
৫. বেশি বেশি মৃত্যুর কথা স্বরণ করাঃ
বেশি বেশি মৃত্যুর কথা স্বরণ করা আর এ কথা চিন্তা করা যে, যদি আমার গুনাহরত অবস্থায় মৃত্যু হয় তাহলে হাশরের মাঠে কিভাবে আল্লাহর সামনে দাড়াবো? এ প্রসঙ্গে রাসুল (সা.) ইরশাদ করেছেন, প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের দিন ওই অবস্থায় ওঠানো হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। (মুসলিম হাদিসঃ ২২০৬)
৬. জিকির ও ইবাদত করাঃ
অবসর সময়গুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির ও ইবাদতের প্রতি মনোযোগ হওয়া।
মহান আল্লাহ তা’আলা ইরশাদ করেন, নিশ্চয় আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রাত্রির পরিবর্তনের নিদর্শনাবলী আছে বোধশক্তিসম্পন্ন মানুষের জন্য। যারা দন্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্বরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে আর বলে, হে আমাদের প্রতিপালক আপনি নিরর্থক এগুলো সৃষ্টি করেননি। আপনি পবিত্র। সুতরাং আপনি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। (সুরাঃ আলে-ইমরান, আয়াত, ১৯০-১৯১)
মহান আল্লাহ তা’আলা যেন আমাদেরকে গোপন গুনাহ থেকে বাঁচার তাওফিক দান করেন। আমিন।