দরুদ পাঠের প্রয়োজনীয়তা ও ফজিলত। ( One of the power Full Sentence)
1 min readদরুদ পাঠের প্রয়োজনীয়তা ও ফজিলত।
ইসলামে মুসলিমদের জীবনে দরুদ পাঠের গুরুত্ব অনেক বেশি এবং সেই সাথে রয়েছে অনেক ফজিলত। আমরা এই পৃথিবীতে যা কিছু কল্যাণ লাভ করেছি তা শুধুমাত্র আমাদের প্রিয় রাসুল (সা.) এর জন্য পেয়েছি। তাই প্রত্যেকের উচিত রাসুল (সা.) এর উপর প্রতিনিয়ত দরুদ পাঠ করা।
যদি কোন ব্যক্তি রাসুল (সা.) এর উপর দরুদ পাঠ করেন ফেরেশতাগণ তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। দরুদ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ আমল। মহান আল্লাহর নিকট দোয়া কবুলের ক্ষেত্রে দরুদ পাঠের প্রয়োজনীয়তা অনেক বেশি। যদি কোন মুসলিম ভাই আল্লাহর নিকট দোয়া করেন তাহলে তার সেই দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি রাসুল (সা.) এর প্রতি দরুদ পাঠ না করেন। তাছাড়া দরুদ হলো একটি নেক ও উত্তম আমল। বেশি বেশি দরুদ পাঠ করলে মহান আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করবেন। রাসুল (সা.) এর প্রতি দরুদ পাঠ করা ঈমানদারদের একটি বড়গুণ এবং এর মাধ্যমে প্রিয় নবীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে।
নিচে দরুদ পাঠের প্রয়োজনীয়তা ও ফজিলত সর্ম্পকে দেওয়া হলোঃ
১. মহান আল্লাহ তাআলা রাসুল (সা.) এর প্রতি শান্তির বাণী পৌছানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এ সর্ম্পকে মহান আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ রাসুল (সা.) এর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনরা! তোমরাও তার প্রতি দরুদ পাঠাও ও অধিক পরিমানে সালাম পাঠাও। (সুরা: আহযাব, আয়াত নং: ৫৬)
২. আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে যে আমার উপর অধিক পরিমানে দরুদ পাঠ করবে। (তিরমিজি, হাদিস নং: ৪৮৪)
৩. তাছাড়া দরুদ পাঠে ব্যক্তির গুনাহসমূহ মাফ করা হয়। এ সর্ম্পকে- আনাস ইবনে মালেক (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার ওপর ১০টি রহমত নাজিল করবেন এবং তার পাপ মিটিয়ে দেওয়া হবে ও তার ১০টি মর্যাদা বৃদ্ধি করা হবে। (সুনানে নাসায়ী, হাদিস নং: ১২৯৭/ মুসনাদে আহমাদ, হাদিস নং: ১/১০২)
৪. অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আলী (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি দরুদ পাঠ করে না। (তিরমিজি, হাদিস নং: ৩৫৪৬)
কিয়ামতের মাঠে রাসুল (সা.) এর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। তাই আসুন, আমরা রাসুল (সা.) প্রতি অধিক পরিমানে দরুদ পাঠ করি এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করি।