Islamic Zone

islamic zone

পরকালের ভয় নেই যেসকল মানুষের।

1 min read
পরকালের ভয় নেই যেসকল মানুষের।

পরকালের ভয় নেই যেসকল মানুষের।

পরকালের ভয় নেই যেসকল মানুষের।

মানুষের মৃত্যুর পর থেকে শুরু হয়ে যায় পরকালের জীবন। আর যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটবে কিয়ামত বা পুনরুত্থানের দিন।

মানুষ দুনিয়ায় যেসব কর্ম করেছে, আল্লাহ কিয়ামতের দিন সেসব কর্মের হিসাব নেবেন। মিজান বা পাল্লায় আমলগুলো ওজন করা হবে। যার খারাপ কাজের চেয়ে ভালো কাজের পাল্লা ভারী হবে, সে জান্নাতি হবে। যার ভালো কাজের চেয়ে খারাপ কাজের পাল্লা ভারী হবে, সে হবে জাহান্নামি।

পরকালের জীবনে আমাদের কি অবস্থা হবে আমরা নিজেরাও জানি না। কিন্তু কোরআনের বর্ণনায় কিছু শ্রেণির মানুষ এমন আছে, পরকালে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না। নিচে সেই শ্রেণির মানুষের সর্ম্পকে আলোচনা করা হলো।

১. যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসীঃ

যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, পরকালে তাদের কোনো ভয় নেই। ইরশাদ হয়েছে, যারা আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান আনে এবং সৎকাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না।(সুরা বাকারা, আয়াতঃ ৬২)

২. সৎপথের অনুসারীঃ

সৎপথের অনুসারীদের কোনো ভয় নেই। কুরআনে ইরশাদ হয়েছে, যারা আমার সৎপথের নিদর্শন অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। (সুরাঃ বাকারা, আয়াতঃ ৩৮)

৩. আল্লাহর নিকট আত্মসমর্পণকারীঃ

যারা আল্লাহর কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করবে, তাদের কোনো ভয় নেই। জীবনের সব ক্ষেত্রে ইসলামের আলোকে জীবন-যাপন করবে পরকালে তাদের কোনো ভয় নেই।

ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয়, তার প্রতিফল তার রবের কাছে আছে। আর তাদের কোনো ভয় নেই এবং দুঃখিতও হবে না। (সুরা বাকারা, আয়াতঃ ১১২)

৪. যারা প্রকাশ্যেগোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেঃ

যারা প্রকাশ্যে-গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থে আল্লাহর পথে ব্যয় করে তাদের কোনো ভয় নেই।

ইরশাদ হয়েছে, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে অতঃপর তারা যা ব্যয় করেছে, তার পেছনে খোটা দেয় না এবং অন্যকে কষ্টও দেয় না, তাদের পুরস্কার তাদের রবের কাছে আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। (সুরাঃ বাকারা, আয়াতঃ ২৬২)

৬. যারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করেঃ

যারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে পরকালে তাদের কোনো ভয় নেই।

ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকাজ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয় তাদের প্রতিফল তাদের রবের কাছে আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। (সুরা বাকারা, আয়াতঃ ২৭৭)

৭. যারা নিজেকে সংশোধন করেঃ

যারা নিজেকে সংশোধন করে পরকালে তাদের কোনো ভয় নেই।

ইরশাদ হয়েছে, কেউ ঈমান আনলে এবং নিজেকে সংশোধন করলে তার পরকালে কোনো ভয় নেই এবং সে দুঃখিত হবে না। (সুরা আনআম, আয়াতঃ৪৮)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.