Islamic Zone

islamic zone

ফিলিস্তিন ও ইসরাাইলের যুদ্ধ ইস্যুতে আমেরিকান মুসলিমদের নতুন কার্যক্রম।

1 min read
ফিলিস্তিন ও ইসরাাইলের যুদ্ধ ইস্যুতে

ফিলিস্তিন ও ইসরাাইলের যুদ্ধ ইস্যুতে

ফিলিস্তিন ও ইসরাাইলের যুদ্ধ ইস্যুতে বদলে যাচ্ছে মার্কিন রাজনীতির গতিপথ।

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন করা থেকে বিরত থাকার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ৯ রাজ্যের মুসলিম নেতারা। আমেরিকান মুসলিমদের ভোট হারাতে যাচ্ছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দল।

সদ্য গঠিত জাতীয় জোট এব্যান্ডন বাইডেনের প্রধান জয়লানি হুসাইন গত শনিবার মিশিগানের ডিয়ারবোর্নে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণা দেন যে,তারা বর্তমান ক্ষমতাসীন দলের ক্রমকান্ডে অখুশি, যার ফলশ্রুতিতে তারা তিব্র নিন্দা জানায় বর্তমান সরকারের। এবং এই দলে সমর্থন প্রদান থেকে তারা বিরত থাকবে।

নতুন এই জোটে রয়েছে মিশিগান, মিনেসোটা, অ্যারিজোনা, উইসকনসিন, ফ্লোরিডা, জর্জিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়া রাজ্যের মুসলিম নেতারা

এখানে সবচেয়ে বেশি আরব আমেরিকান মুসলিমদের বসবাস রয়েছে এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যগুলোর ভোটের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস মিনেসোটার নির্বাহী পরিচালক ও সদ্য গঠিত জাতীয় জোট এব্যান্ডন বাইডেনের প্রধান জয়লানি হুসাইন আরোও বলেন, ‘আমরা আজ ঘোষণা করছি, প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের নির্বাচনে হেরে গেছেন। আসন্ন নির্বাচন জো-বাইডেন সরকারের জন্য চ্যালেঞ্জিং বলে আসংখ্যা করা যাচ্ছে। এব্যান্ডন বাইডেন ২০২৪ প্রচারাভিযান অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে বাইডেনের পরাজয় নিশ্চিত বলে মনে করেন। কারণ তিনি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে এবং নিরপরাধ ব্যক্তিদের রক্ষা করতে অনাগ্রহী যা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে খুব দুঃখ জনক।’

যুক্তরাষ্ট্রে আনুমানিক ৩.৪৫ মিলিয়ন আমেরিকান মুসলিম ঐতিহ্যগতভাবে জাতীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন করে আসছে। তবে গত অক্টোবরে ইসরাইল ও ফিলিস্তিনি যুদ্ধ ইস্যুতে আরব আমেরিকান ভোটারদের মধ্যে বাইডেনের প্রতি সমর্থন ৪২ শতাংশ কমেছে।

মূলত ফিলিস্তিন ও ইসরাাইলের যুদ্ধ ইস্যুতে বাইডেন সরকারের রয়েছে অর্থ, অস্ত্র, ও মুসলিম বিদ্বেসী কর্মকান্ড। যার ফলে আমেরিকান মুসলিমদের মধ্যে  বাইডেনের প্রতি সমর্থন কমতে শুরু করে। আরব আমেরিকানদের মাত্র ১৭ শতাংশ নির্বাচনে বাইডেনের পক্ষে ভোট দেওয়ার পরিকল্পনার কথা জানায়। অথচ ২০২০ সালে বাইডেনের পক্ষে তাদের ৫৯ শতাংশ সমর্থনের কথা জানিয়েছিল।

ফিলিস্তিন ও ইসরাাইলের যুদ্ধ ইস্যুতে  দীর্ঘ ২৬ বছর পর ডেমোক্রেটিক এই দলটি মুসলমানদের সর্মথন হারালো।

আরোও সংবাদ ও ম্যাগাজিন পড়ুন >

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.