ব্যবসায়ে সফলতা ও বরকত লাভের উপায়।
1 min readব্যবসায়ে সফলতা ও বরকত লাভের উপায়।
জীবন-জীবিকার তাগিদে প্রতিটি মানুষকে কাজ করতে হয়। আর জীবিকা অর্জনের প্রধান মাধ্যম হলো ব্যবসা-বাণিজ্য। ব্যবসায়ে সফলতা ও বরকত লাভের জন্য ইসলামের বিধি অনুসরণ করে ব্যবসায় কার্য পরিচালনা করতে হবে। কোনো মুমিনের ব্যবসা-বাণিজ্যর কার্যক্রম বা কর্মপ্রন্থা যদি আল্লাহর নির্দেশিত অনুযায়ী হয় তাহলে তা ইবাদতে পরিণত হবে। সৎভাবে ব্যবসা করলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন এবং তার ব্যবসায়ে সফলতা ও বরকত দেন। আল্লাহর নির্দেশিত অনুযায়ী ব্যবসা করলে আখেরাতে এর বিনিময়ে বিশেষ সম্মাননার সুসংবাদ রয়েছে।
বড় বড় আলেম ও ওলামাদের মতে সৎ ব্যবসা বা আল্লাহর নির্দেশিত ব্যবসা হলো, ব্যবসায়ে কোন প্রকার প্রতারণা, ধোকা, মিথ্যা ও ইসলাম বিরোধী কোন কার্যকলাপ নেই।
রিফাআহ বিন রাফি (রা) বলেন, রাসুল (সা.) কে জিজ্ঞাসা করা হয়েছিল কোন ধরণের জীবিকা উত্তম? তিনি উত্তরে বলেন, নিজের হাতের কামাই ও সৎ ব্যবসা। (বুলুগুল মারাম, হাদিসঃ ৭৮২)
অন্য এক হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা আখেরাতে নবীগণ, শহীদগণ ও সিদ্দিকগণদের সঙ্গে থাকবেন। (তিরমিজি, হাদিসঃ ১২০৯)
যদি কেউ মহান আল্লাহর আদেশ মেনে এবং তার উপর আস্থা রেখে সকল ইবাদত পালনের পাশাপাশি সৎভাবে ব্যবসা করে, আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থাকে ও সম্পদের যাকাত আদায় সঠিকভাবে করে তবে তার সফলতা ও বরকত নিশ্চিত। কিন্তু ব্যবসা-বাণিজ্যের মায়ায় পড়ে আল্লাহর ইবাদতে উদাসীন হওয়া যাবে না।
এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্বরণ থেকে উদাসীন না করে। আর যারা এরুপ করে তারাই তো ক্ষতিগ্রস্থ। (সুরাঃ মুনাফিকুন, আয়াতঃ ০৯)
যে ব্যক্তি ইবাদতের পাশাপাশি সৎভাবে ব্যবসা করবে সে দুনিয়াতে বরকত অনুভব করবে ও আখেরাত এর উত্তম প্রতিদান পাবে।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, সেই সব লোক যাদের ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্বরণ থেকে এবং নামাজ ও জাকাত থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে, যেদিন তার অন্তর ও দৃষ্টি বিপর্যয় হয়ে পড়বে, ওইদিন আল্লাহ তাদেরকে তাদের কর্মের উত্তম প্রতিদান দিবেন। শুধু কর্মের প্রতিদানই শেষ নয়, বরং আল্লাহ নিজ কৃপায় তাদের বাড়তি নিয়ামতও দান করবেন। (সুরাঃ নুর, আয়াতঃ ৩৭-৩৮)
আল্লাহ আমাদের সবাইকে সকল ইবাদত পালনের পাশাপাশি সৎভাবে ব্যবসা-বাণিজ্য করার তাওফিক দান করুন। আমিন।