Islamic Zone

islamic zone

ভাগ্য কি পরিবর্তন করা সম্ভব ??

1 min read
ভাগ্য

ভাগ্য

হ্যা! ভাগ্য পরিবত হওয়া সম্ভব।

নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির ৫০ হাজার বছর আগে আমাদের তাকদির লিপিবদ্ধ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস : ৬৯১৯)

তবে দোয়া ও একনিষ্ঠ পরিশ্রমে ভাগ্য এর পরিবর্তন হয়। মানুষের মুখে মুখে আমরা শুনে থাকি, এত দোয়া করা হলো, আল্লাহতালার কাছে এত প্রার্থনা করা হলো, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করেন নি। আমাদের বিজয় দান করেন নি। বিজয়ী হয়েছে দুশমনরা। আমাদের ভাগ্য টায় মন্দ।

তবে কেন এমন হয় –

আমরা কি তার কোন কারন জানি?

দোয়া কেন কাজ করে না?

কি তার সমস্যা?

এর কারনে অনেকের ইমান দোটানায় পড়ে যায়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সমস্যা আছে তার সমধান, উপায় ও উপকরণের দিয়ে এই জগত সৃষ্টি করেছেন।

যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের অবস্থা পরিবর্তন করার মানসিকতা তৈরি না করবে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আহ্বানে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত না হবে। অর্থের মহে পড়ে থাকবে, নিজের রিজিকে বিশ্বাস করতে চাই না।   এই অর্থে মহেপড়ে আল্লাহ ও রাসুল কে ভুলে গেছ।

আল্লাহ তাআলা বলেন- তারা আল্লাহকে ভুলে গেছে। ফলে আল্লাহও তাদেরকে ভুলে গেছেন।

আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো, আল্লাহ তাআলার বিধানের অনুসরণ না করা ।

তাই আমাদের করণীয় আল্লাহর কাছে দোয়া করা এবং আল্লাহ ও রাসূল (স.) এর বিধান মেনে নিয়ে অনুসরণ করা। এবং সেই মোতাবেক কাজ করা ।

আল্লাহ তাআলা বলেছেন – নিশ্চয় সমস্ত আমলের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল।

 সুতরাং প্রত্যেক মানুষ তাই পাবে যা সে নিয়ত করবে। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, তার হিরজত আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যেই হবে।

মজার মজার বই ও সংবাদ পড়তে ভিজিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.