ভালো কাজ সৌভাগ্যের ব্যাপার। Best article
1 min readভালো কাজ সৌভাগ্যের ব্যাপার।
মহান আল্লাহ তা’আলা যাকে ভলোবাসেন, তাকে তাওবা করার পাশাপাশি ভালো কাজ করার তাওফিক দান করেন। আর আল্লাহ যাকে পছন্দ করেন না, তার অন্তরে অনুসূচণার অনুভুতি তৈরি করেন না। তখন সে যেকোনো পাপকে তুচ্ছ মনে করে এবং পাপাচারে অটল থাকে। ফলে ভালোকাজের তাওফিক থেকে বঞ্চিত হয়। ভালো কাজ শুধু সৌভাগ্যেরই ব্যাপার নয় বরং এটি মহান আল্লাহর পক্ষ হতে বড় একটি নেয়ামত।
মহান আল্লাহ বলেন, তিনি যাকে ইচ্ছা স্বীয় অনুগ্রহের মধ্যে দাখিল করেন। আর জালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রনা দায়ক শাস্তি। (সুরাঃ দাহর, আয়াতঃ ৩১)
অনুরুপভাবে আল্লাহ তা’আলা যখন কোন বন্দাকে কিছু দান করতে চান, তখন সেটার জন্য তাকে দোয়া করার তাওফিক দান করেন। ফলে সে আল্লাহর কাছে দোয়া করেন। আর আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সেটা দান করেন।
রাসুলুল্লাহ (সাঃ)- এর চাচা আবু তালিব যখন মৃত্যু শর্যায়, তখন তিনি বারবার স্বীয় চাচাকে ইসলাম গ্রহণ করতে বলেন। কিন্তু আল্লাহ তওফিক না দেওয়ায় আবু তালেব ইসলাম কবুল করতে পারেননি।
আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তুমি হিদায়াত করতে পারো না, যাকে তুমি ভালোবাস“ বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দান করে থাকে। আর তিনিই হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কে সর্বাধিক অবগত। (সুরাঃ কাসাস, আয়াতঃ ৫৬)
ওমর (রাঃ) বলেন, আমি দোয়া কবুল হওয়ার চিন্তা করি না, বরং আমি দোয়া করতে পারবো কি না, সেই চিন্তা করি। কেননা যখন আমাকে দোয়া করা অনুভূতি দান করা হয়, তখন আমি বুঝি যে, আমার দোয়া কবুল করার জন্যই আমাকে দোয়া করার তাওফিক দেওয়া হয়েছে। (ইবনু তাইমিয়া, মাঝমুউল ফাতাওয়া ৮/১৯৩)
তাওফিকের উৎস আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ তাওফিক আসে আল্লাহর উৎস থেকে। এতে বান্দার কোন হাত নেই।
পরিশেষে বলা যায় যে, ভালো কাজ সৌভাগ্যের ব্যাপার ও আল্লাহর পক্ষ হতে বিশেষ অনুগ্রহ।