Islamic Zone

islamic zone

মক্কা-মদিনায় তারাবির নামাজ পড়াবেন কারা?

1 min read
তারাবির নামাজ

তারাবির নামাজ

প্রতিবছর মক্কা-মদিনায় তারাবির নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। তাই প্রতিবছরের মতো আসন্ন রমজানে মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় দুই মসজিদে তারাবি ও তাহাজ্জুদ নামাজের যারা ইমামতি করবেন ইতিমধ্যে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

মার্চের ৪ তারিখে (সোমবার) ইমামদের সঙ্গে নিয়ে রমজানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। এ সময় বৈঠকে রমজান বিষয়ক পরিকল্পনা প্রকাশ করেন। প্রকাশিত তালিকা অনুযায়ী আসন্ন রমজানে মোট ৪ জন তারাবির নামাজের ইমাম হিসেবে থাকবেন। প্রতিদিন দুইজন করে ইমাম রমজানে তারাবির নামাজ পড়াবেন। তারা হলেন শায়খ ড. আবদুল্লাহ আল বিন আওয়্যাদ আল-জুহানি, শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস, শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ড. মাহির বিন হামাদ আল-মুয়াইকালি। তারা রমজানের শেষ ১০ দিনে তাহাজ্জুদ ও বিতরের নামাজের ইমামতি করবেন।

এদিকে রমজানে এ বছরে মসজিদে নববীতে নামাজের দায়িত্ব পালন করবেন ৬ জন ইমাম। তারা হলেন শায়খ সালাহ আল বুদাইর, শায়খ আহমদ বিন তালিব, শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম, শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান, শায়খ ড. আলী আল-হুজাইফি। রমজানের শেষ ১০ দিনে তাহাজ্জুদ ও বিতরের নামাজের ইমামতি করবেন শায়খ ড. আলী আল-হুজাইফি।

চাঁদ দেখা অনুযায়ী আগামী মার্চের ১১/১২ তারিখ থেকে পবিত্র রমজান শুরু হবে। রমজানের এই সময়টাতে বিশ্বের অনেক মুসলিমরা ওমরাহ পালন করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.