মজলুমের ফরিয়াদ হতে বেঁচে থেকো
মজলুমের ফরিয়াদ হতে বেঁচে থেকো
আলী (রাঃ) থেকে বর্ণিত আছেঃ রাসূলুল্লাহ (সঃ) বলেছেন–“মজলুমের ফরিয়াদ হতে বেঁচে থেকো । কেননা মজলুম আল্লাহর নিকট তার অধিকার” কামনা করে থাকে । আর আল্লাহর কোন হকদারকে তার অধিকার হতে বঞ্চিত করেন না । (মিশকাত)
এ হাদীসে মজলুমের আর্তনাদ হ’তে বেঁচে থাকার কথা বলা হয়েছে । মজলুম ব্যক্তি আল্লাহর দরবারে তোমাদের অত্যাচারের হৃদয় বিদারক কাহিনী বর্ণনা করেন। আর আল্লাহ হলেন ন্যায় পরায়ণ ও সুবিচারক। যেহেতু আল্লাহ কোন হকদারকে তার ন্যায্য হিসাব থেকে বঞ্চিত করেন না, তাই তিনি জালিমকে নানাবিধ বিপদ আপদ এবং অস্থিরতায় নিমজ্জিত রাখেন ।
এই হাদিসটি পড়লে আজকের ফিলিস্তিনি ভাইদের কথা মনে পরে বার বার। ইসরাইলে জালেম শাসকদের জুলুমের অবসান হবে এবং মজলুম ভাইদের কান্নাও বৃথা যাবে না ইংসাল্লাহ। তারা তাদের যথাযথ মর্যাদা পাবে।