মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের প্রতিদান।
1 min readমহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের প্রতিদান।
যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করে না তারাই হলো মুমিন ব্যক্তি। আর মুমিনদের জন্য আল্লাহ তা’আলা প্রতিদান হিসেবে রেখেছেন জান্নাত।
পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমানের প্রতিদান।
১. আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ইহকালীন ও পরকালীন নিরাপত্তা নিশ্চিত করে।
কুরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুসিত করেনি, নিরাপত্তা তাদের জন্যই এবং তারাই সৎ। (সুরাঃ আনআম, আয়াতঃ ৮২)
২. ঈমানের স্তর অনুসারে আল্লাহ মুমিনের প্রতিদান বৃদ্ধি করে দেন।
ইরশাদ হয়েছে, যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, তিনি তাদের পূর্ণ করে দিবেন, তাদের পুরষ্কার এবং নিজ অনুগ্রহে আরো বেশি কিছু দেবেন। (সুরাঃ নিসা, আয়াতঃ ১৭৩)
৩. আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন বান্দার পাপ মার্জনা করে।
রাসুলুল্লাহ বলেছেন, আল্লাহ তা’আলা বলেন, কোন ব্যক্তি আমার সঙ্গে কোন কিছু শরিক না করা অবস্থায় প্রথিবীপূর্ণ গুণাহ নিয়ে আমার সঙ্গে মিলিত হলেও আমি অনুরুপ পরিমান ক্ষমাসহ তার সঙ্গে মিলিত হবো। (সুনামে ইবনে মাজাহ, হাদিসঃ ৩৮২১)
৪. যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর দেওয়া বিধান মেনে চলে তারাই হলো মুমিন ব্যক্তি। আর আল্লাহ মুমিনদের জন্য পুরষ্কার হিসেবে রেখেছেন জান্নাত।
রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা গেল, সে জাহান্নামে প্রবেশ করবে। (সহিহ মুসলিম, হাদিসঃ ৯৩)
৫. ঈমান আনার কারণে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। আর মহান আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হন তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান।
আল্লাহ তা’আলা বলেন, আল্লাহ মুমিন নর-নারীকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। যার তলদেশে নহর প্রবাহিত হয়। যেখানে তারা স্থায়ী হবে। সেখানে রয়েছে উত্তম বাস স্থানের ব্যবস্থা। আল্লাহর সন্তুষ্টি হলো মহাসাফল্য। (সুরাঃ তাওবা, আয়াতঃ ৭২)
৬. আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন জাহান্নাম থেকে মুক্তি লাভের কারণ হবে।
রাসুল্লাহ (সা.) বলেন, যার অন্তরে একটি সরিষা দানা পরিমান ঈমান আছে, আল্লাহ তা’আলা তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। (সহীহ বুখারি, হাদিসঃ ৬৫৬০)