মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘের মহাসচিব।
1 min readমিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে জাতিসংঘের মহাসচিব।
বিশ্বের অন্যতম ইসলামিক বিশ্ববিদ্যালয় আল-আজহার পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত মার্চের ২৪ তারিখে মিশর ভ্রমণ করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় তার সঙ্গে আল-আজহারের গ্রান্ড ইমাম শায়খ আহমদ আল-তাইয়েব গাজার বিষয়ে আলাপ-আলোচনা করেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে আন্তজার্তিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া হতাশজনক বলে তিনি আখ্যায়িত করেন এবং শায়খ আহমদ আল-তাইয়েব আরও বলেন, গাজায় যা ঘটেছে তা পূর্ব-পশ্চিমের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতির প্রচেষ্টা দূর্বল করেছে। যা আমরা বছরের পর বছর ধরে উভয়ের মধ্যে ব্যবধান কমানোর চেষ্টা করে আসছি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া খুবই হতাশাজনক। শায়খ আহমদ আল-তাইয়েব বলেন, আমরা পশ্চিমাসহ ও আমেরিকান জনগণকে দেখেছি, এমনকি অনেক ইহুদিকে দেখেছি তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আন্দোলন করেছেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ফিলিস্তিনি জনগণের সুরক্ষা ও সমর্থনে আল-আজহারের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনির গাজায় নিহত সংখ্যা ৩২ হাজারের বেশি এবং ৭২ হাজার ৫২৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
বর্তমানে গাজায় ৮৫ শতাংশ জনসংখ্যা খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতির মধ্যে কঠিন সময় পার করছে।