একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মহান আল্লাহ তাআলা বলেন, “প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।”
মহান আল্লাহ তাআলা মানুষ এবং জীন জাতিকে সৃষ্টিকে তার ইবাদত করার জন্য এবং আমাদের মধ্যে বেধে দিয়েছে একটি নির্দিষ্ট সময়। যখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক আসবে তখন এই দুনিয়ার মায়া ত্যাগ করে সবাইকে চলে যেতে হবে। এই দুনিয়া জীবন একটি মুসাফিরের ন্যায়। কিন্তু আজ আমরা সেটা ভুলে গেছি। সবাই এখন শুধু দুনিয়ার পিছনে ছুটে চলেছি। সকাল থেকে রাত পর্যন্ত শুধু দুনিয়ার ধান্দাতেই ব্যস্ত। বাড়ি, গাড়ি এবং অর্থ সম্পদ অর্জনের পিছনে আমাদের সময়কে ব্যয় করে ফেলছি। ফলে দুনিয়ার মায়া আমরা ছাড়তে পারছি না।
আজ আমাদের চাহিদার কোন শেষ নেই বিধায় দুনিয়ার মায়াজালে আমরা সবাই আটকে পড়ে আছি। ভুলে গেছি আমাদের মৃত্যুর কথা। সামনের একঘন্টা বা এক মুহুর্তের গ্যারান্টি আমরা কেউই দিতে পারব না। দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী কিন্তু ইহকালের জীবন চিরস্থায়ী। চিরস্থায়ী জীবনের কথা ভুলে গিয়ে আমরা ক্ষণস্থায়ী জীবনের পিছনে ছুটে চলেছি। অথচ প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ।
আজ আমরা যে সম্পদ অর্জনের জন্য মরিয়া হয়ে গেছি সেই সম্পদ মৃত্যুর পর আমাদের কোন কাজে লাগবে না। বরং এর জন্য আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে।
আমরা যদি দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ তাআলা ও রাসূল (স) এর আহবানে সাড়া দেই তাহলে দুনিয়া ও আখেরাত হবে কল্যাণময় ও মৃত্যুর স্বাদ হবে সুখকর।
তাই আসুন আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্বরণ করি, আল্লাহ তাআলা ও তার রাসূল (স) এর আহবানে সাড়া দেই। এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হয়।