যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে উন্মুক্ত ইফতারের আয়োজন।
যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে উন্মুক্ত ইফতারের আয়োজন।
পবিত্র মাহে রমজান মাস জুড়ে যুক্তরাজ্যে ইফতারের আয়োজন চলছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়। আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন ধর্মের মানুষ। মুসলিমদের কাছ থেকে তারা ইসলামের নৈতিক শিক্ষা ও আজানের সুমধুর ধ্বনি শোনার সুযোগ পায়। ইফতার আয়োজনে সহযোগিতা করেন রয়াল কালেকশন ট্রাষ্ট ও রমাদান টেন্ট প্রজেক্ট।
রমাদান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা হলেন ওমর সালহা। তিনি বলেন, ব্রিটিশ ইতিহাসে প্রথমবারের মতো এক রাজকীয় পরিবেশে উইন্ডসর ক্যাসেলে একটি সুন্দর উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়েছে। উন্মুক্ত প্রাঙ্গণ ঘুরে আমরা অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছি। এখানে আয়োজিত ইফতারের মধ্য দিয়ে ঐতিহ্য, প্রথা ও ঐক্যের চিত্র তুলে ধরার সুযোগ পেয়েছি। রমাদান টেন্ট প্রজেক্টের উপদেষ্টা বোর্ডের সদস্য দাওশান হুমজান বলেন, উইন্ডসর ক্যাসেলের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। ইফতার আয়োজকদের অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
রমাদান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালহা রমজানের শুরুতে এক বিবৃতিতে বলেন, এক দশকের বেশি সময় ধরে রমাদান টেন্ট প্রজেক্টের বার্ষিক রমজান মাসের উন্মুক্ত ইফতার উৎসব উদযাপিত হয়। ব্রিটেনে আমাদের সবার অংশগ্রহণমূলক সাংষ্কৃতিক ঐতিহ্যের গভীর উপলদ্ধি তৈরি করতে এ আয়োজন করা হয়।