ইসরাইল ও হামাস এর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। Free Palestine
1 min readইসরাইল ও হামাস এর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্য সফরকালে ইসরাইল ও হামাসের সহিংসতা বন্ধে যা যা প্রয়োজন তাই করতে ইচ্ছুক বলে জানালে বেইজিংয়ের বিশেষ দূত ঝাই জুই। তিনি আরো উদ্বেগ প্রকাশ করেছেন হামাস ও ইসরাইলে সংঘাত বৃদ্ধির ঝুঁকি নিয়ে।
ইসরাইল ও হামাস এর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।
মধ্যপ্রাচ্য সফরকালে চীনের বিশেষ দূত ঝাই জুই চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং শান্তি পুনঃস্থাপনের জন্য চীন “যা কিছু করতে পারে” তা করতে ইচ্ছুক।
প্রবীণ কূটনীতিকবিদ ঝাই জুন বর্তমানে এই অঞ্চলের সফরে রয়েছেন এবং গাজার পরিস্থিতিকে “খুবই গুরুতর” বলে বর্ণনা করেছেন।
তিনি আরও বলেছিলেন যে এটি সম্ভাব্য বড় আকারের সংঘাত এবং প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পরার আশঙ্কাও উদ্বেগজনক। চীন বিশ্বাস করে যে, সকল সমস্যার সমাধান রয়েছে। সংঘাত, সহিংসতা দিয়ে প্রতিশোধ একটি দুষ্ট চক্রের স্বার্থ উধারের প্রক্রিয়া মাত্র।
চীনের বিশেষ দূত ঝাই জুই বলেছে চীন আর্ন্তজাতিক সম্প্রদায়ের সকল পক্ষর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অব্যহত রাখবে এবং সকল এর শান্তি ফেরাতে কাজ করবে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।
রবিবার কায়রোর শান্তি সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন ইসরাইল ও হামাস দুই সপ্তাহের এই ভয়ঙ্কর যুদ্ধে মানবিক বিপর্যয় ঘটেছে। যুদ্ধে অবসান ঘটাতে দ্রুতই পদক্ষেপ নেওয়ার জন্য সকল কে আহ্বান জানিয়েছে।
ইসরাইলের বর্বরতা ও নিরলস বোমাবর্ষনে ফিলিস্তিনিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪,৬৫১ জন।
ঝাই জুন রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছে জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপাক্ষিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তিনিদের মানবিক সংকট প্রশমনে জরুরি সহায়তা প্রদান করেছে এবং তা অব্যাহত রাখবে।
যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন।