Islamic Zone

islamic zone

তুরস্কের সর্বোজ্যেষ্ঠ ধর্মবিষয়ক নেতা লুতফি দুগান ইন্তেকাল করেছেন।

লুতফি দুগান ইন্তেকাল করেছেন

লুতফি দুগান ইন্তেকাল করেছেন

তুরস্কের ধর্মবিষয়ক নেতা লুতফি দুগান ইহলোক ত্যাগ করেছে। তুরস্কের ধর্মবিষয়ক সর্বোজ্যেষ্ঠ ধর্মীয় নেতা লুতফি দুগান ইন্তেকাল করেছেন।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন করেন, “প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে”। তাই আমাদের সর্বক্ষণ স্মরণ রাখতে হবে এই মৃত্যুর কথা। এবং নেক ও মুমিনের হালতে মৃতুর জন্য আল্লাহর দরবারে পানহা চাইতে হবে।

মুসলিম জাতি আজ শোকহত আজ মুসলিম বিশ্ব এই প্রজন্মের একজন প্রখ্যাত আলেমে দীনকে হারালেন। লুতফি দুগান ছিল তুরস্কের সাবেক ধর্মবিষয়ক নেতা ৪ঠা নভেম্বর সোমবার  আংকরার বাসকেন্ট ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  মৃত্যু কালে তার বয়স ছিল ৯৩ বছর ।

লুতফি দুগান ইন্তেকাল করেছেন তাঁর এই মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন দেশেটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। লুতফি দুগান ইন্তেকাল করেছেন  তার মৃত্যুতে শোকের ছায়া পড়ছে পুরো মুসলিম বিশ্বে। লুতফি দোগান তুরস্কের গুমুশানে প্রদেশের সালিয়াজি গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৩০ সালে।তিনি পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন তাঁর পিতা ও খালুর কাছে।

তৎকালীন আলেমদের কাছে আরবি ভাষা, কিরাত ও তাজবিদ বিষয়ক শিক্ষা লাভ করে স্থানীয় মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৫৪ সালে ধর্মবিষয়ক অধিদপ্তরের ইফতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন শহরে প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আংকারা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে ডিগ্রি লাভ করেন ১৯৬৫ সালে। এরপর তিনি ধর্মবিষয়ক অধিদপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত।

তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবেকানের আহ্বানে তিনি রাজনীতিতে যুক্ত হন এবং দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বহু ভাষায় পারদর্শী এই আলেম পরবর্তী সময়ে একটি ইসলামী গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়তে ভিজিট করুন >

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright ©2024 All rights reserved | www.islamiczone.org | Develop by www.kictbd.com | Newsphere by AF themes.