গাজায় আল-শিফা হাসপাতালে দুই অপরিপক্ব শিশু মৃত্যু এবং ৩৭ জন শিশু গুরুতর আহত।
1 min readইসরাইলি অবরোধ ও হামলায় আল-শিফা হাসপাতালে দুই অপরিপক্ব শিশু মৃত্যু এবং ৩৭ জন শিশু গুরুতর আহত।
শিশু পরিচর্যা বিভাগের বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানির অভাবে সময় মতো পদক্ষেপ না নেওয়া শিশু মৃত্যু ঘটে।
শনিবার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মাদ আবু সালমিয়া বলেছেন, বিদ্যুতের অভাবে নবজাতক নিবিড় পরিচর্যা বিভাগ এর কার্যক্রম বন্ধ হয়ে পরে। এবং হাসপাতালের ইনকিউবেটরে চালানো মতো কোন প্রকার শক্তি না থাকা তাৎক্ষনিক কোন ব্যবস্থা নিতে না পারায় দুই অপরিপক্ব শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় রয়েছেন ৩৭জন শিশু। যাদের জীবন হারানোর ঝুঁকিতে রয়েছে।
ইনকিউবেটর উষ্ণ তাপমাত্রা এবং অবিরাম অক্সিজেনের প্রবাহর প্রয়োজন বিদ্যুৎ বিভ্রাট এর কারনে অক্সিজেন ও উষ্ণ তাপ সঞ্চালন ব্যহত হয়। সেই সাথে ইসরাইলি দক্ষদার বাহিনীর দ্বারা অবরোধ স্বীকার ও হামলার লক্ষবস্তু হাসপাতাল গুলো।
আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মাদ আবু সালমিয়া আরোও বলেছেন- “দুইটি শিশু মৃত্যুর কারন নিম্ন তাপমাত্রা এবং অক্সিজেনের অভাব। আমরা এখন তাদের বাঁচিয়ে রাখার জন্য প্রচীন পদ্ধতি ব্যবহার করছি।“
আবু সালমিয়া সতর্ক করে বলেছেন, “সকাল পর্যন্ত আমাদের বিদ্যুৎ আছে। একবার বিদ্যুৎ চলে গেলে, এই নবজাতক গুলো অন্য দুই শিশুর মতোই মারা যাবে,”। আল-শিফা হাসপাতালের সার্জন মোহাম্মদ ওবেদ জানিয়েছেন, নবজাতকের পাশাপাশি প্রাপ্ত বয়স্ক রোগী ও মারা গেছেন । বিদ্যুৎ বিভ্রাট এর কারনে ভেন্টলেশন পদ্ধতিতে অক্সিজেন সরবরাহ ব্যহতের কারনে।
ডক্টরস উইদাউট বর্ডারস এর একটি অডিও রেকর্ড পোস্ট হতে জানা যায়,”আমাদের হাসপাতালে ৬০০ জন রোগী আছে। আমরা চাই যে কেউ তাদের সরিয়ে নেওয়ার আসস্ত করতে পারে । আমরা কিছু দাতব্য প্রতিষ্ঠানের সাথেও কথা বলেছি।