সাবান মাসের চাঁদ দেখা গেছে, যেদিন পালিত হবে পবিত্র শবে বরাত।
সাবান মাসের চাঁদ দেখা গেছে, যেদিন পালিত হবে পবিত্র শবে বরাত।
গত ১১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশের আকাশে সাবান মাসের চাঁদ দেখা গেছে। গত রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউনন্ডেশনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় চাঁদ দেখা কমিটি থেকে এই তথ্য জানানো হয়।
যেহেতু সাবান মাসের চাঁদ দেখা গেছে তাই আজ সোমবার (১২ফেব্রুয়ারি) থেকে সাবান মাসের গণনা শুরু হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সাবান মাসের (১৪ তারিখ) দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলিমদের জন্য সৌভাগ্যের রাত। সাবান মাসের শবে বরাতকে লাইলাতুল বরাতও বলা হয়।
শবে বরাত বা লাইলাতুল বরাতের রাত মুসলিমদের কাছে একটি গুরুত্বপূর্ণ রাত। শবে বরাতের রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহমত বর্ষণ করেন। মহান আল্লাহ তাআলা এই পবিত্র রাতে তার বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন। পবিত্র শবে বরাতের রাতে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগীতে মসগুল থাকেন।
সুনানু ইবনে মাজাহ (১৩৮৮) হাদিসে এসেছে যে, আলী ইবনে আবু তালিব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যখন মধ্য সাবান এর রাত আসে তখন তোমরা সালাতে (নামায) দাড়িয়ে যাও এবং এই দিনে সওয়াম রাখো। কারণ এই দিবসে মহান আল্লাহ তাআলা সূর্য অস্ত যাওয়ার পর পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং আল্লাহ তাআলা বলতে থাকেন আমার নিকট কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি তাকে ক্ষমা করবো, কোন রিজিক তালাশকারী আছো কি? আমি তাকে রিজিক দান করব। কোন রোগমুক্তি প্রার্থনাকারী আছো কি? আমি তাকে রোগ নিরাময় করব। সুবহে সাদিক হওয়ার পূর্ব পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এইভাবে আহবান করেন।