সৌদি আরবে বসবাসের সুযোগ পেলেন যারা।
সৌদি আরবে বসবাসের সুযোগ পেলেন যারা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হবার পর থেকে ফিলিস্তিনির অনেক ওমরাহ্ যাত্রীরা সৌদি আরবে আটকা পড়ে আছে। এমতাবস্থায় যুদ্ধবিধ্বস্ত দেশে ফেরা ঝুঁকিপূর্ণ হওয়ায় সৌদি সরকার তাদেরকে সৌদি আরবে বসবাসের সুযোগ দিয়েছেন। আাটকে পড়া ফিলিস্তিনির ওমরাহযাত্রীদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়ায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের খবরে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইসরায়েলির আগ্রাসনের কারণে ফিলিস্তিনির দক্ষিণ প্রদেশের অনেক ওমরাহযাত্রীরা আটকে পড়ে তারা নানা সমস্যার সম্মুখীন হয়। পরে সৌদি সরকার তাদেরকে ছয় মাস পর্যন্ত দেশটিতে আবাসিক থাকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজ দেশে নিরাপদে ফেরা না পর্যন্ত ক্ষতিগ্রস্তদের অস্থায়ী ত্রাণ দেওয়া হবে বলে জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলির ভয়াবহ হত্যাযজ্ঞে ২৯ হাজার ৭৮২ জন প্রাণ হারিয়েছিন এবং ৬৮ হাজার ৫৫২ জন আহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। অপরদিকে ইসরায়েলের ১ হাজার ২০০ জন নিহত হয়েছে।