এক সাথে ৬ জন হাফেজা কে স্বর্ণপদক প্রদান করলেন উম্মুল কুরাআন আদর্শ মহিলা মাদরাসা।
1 min read৬ ছন হাফেজা
এক সাথে ৬ জন হাফেজা কে স্বর্ণপদক প্রদান করলে উম্মুল কুরাআন আদর্শ মহিলা মাদরাসা।
গত সোমবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডসংলগ্ন উম্মুল কুরা আদর্শ মহিলা মাদরাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। নরসিংদীর মনোহরদীতে ছয় কোরআনে হাফেজাকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।
হাফেজ হওয়ার উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সোবহান মো. আলী, মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি সিরাজ উদ্দিন মাঝি ও চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সবাইকে আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবীন ছাত্রীদের হিফজের সবক দেওয়া হয়। তারা মাদরাসার হিফজ বিভাগ থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। স্বর্ণপদক পাওয়া ৬ জন হাফেজা হলেন
১. হাফসা, ২.সায়মা, ৩. সুমাইয়া, ৪.নাজিয়া নৌশিন, ৫. হানান ও ৬. তাবাসসুম তোবা আঁখি ।
অনুষ্ঠানে আসা অতিথিরা বলেন, কোরআনের হাফেজদের এ ধরনের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ জন্য মাদরাসা কর্তৃপক্ষ প্রশংসনীয় কাজ করেছেন। এতে অন্যরা কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তাঁরা।